ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

রিপাবলিকান প্রভাবিত ওহাইয়ো’তে এগিয়ে হিলারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
রিপাবলিকান প্রভাবিত ওহাইয়ো’তে এগিয়ে হিলারি

রিপাবলিকান প্রভাবিত অঙ্গরাজ্য ওহাইতো ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। এখন পর্যন্ত সেখানে ২০ শতাংশ ভোট গণনা হয়েছে।

ঢাকা: রিপাবলিকান প্রভাবিত অঙ্গরাজ্য ওহাইতো ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। এখন পর্যন্ত সেখানে ২০ শতাংশ ভোট গণনা হয়েছে।

হাফিংটন পোস্টে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী ওহাইয়োতে ৫০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন হিলারি। পক্ষান্তরে ট্রাম্প পেয়েছেন ৪৬ শতাংশ ভোট।

রিপাবলিকান ও ডেমোক্রাট দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোর বাইরে এবারের নির্বাচনে মোট ৫টি অঙ্গরাজ্যকে ‘লিন রিপাবলিকান’ বা রিপাবলিকান প্রভাবিত হিসেবে অভিহিত করা হয় মার্কিন পত্রপত্রিকায়।

এ রাজ্যগুলোতে রয়েছে ৪৭টি ইলেক্টোরাল ভোট। এইসব রাজ্যে নির্বাচনী জনমত জরিপে এগিয়ে ছিলেন ট্রাম্প। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওহাইয়ো। ১৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে অঙ্গরাজ্যটিতে। এ পরিস্থিতিতে এখানে ট্রাম্পকে পেছনে ফেলে হিলারি বিজয় বাগিয়ে নিতে পারলে হোয়াইট হাউজের পথে অনেকটাই এগিয়ে যাবেন তিনি।

বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।