দামেস্ক: সিরিয়ার নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৭ জন বেসামরিক নিহত হয়েছে। দেশটির সরকার বিরোধী বিক্ষাভকারীরা এ খবর জানিয়েছে।
যখন পশ্চিমা নেতৃবৃন্দ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়েই এই হত্যাকা- ঘটালো সিরীয় বাহিনী।
চলতি সপ্তাহের শুরুর দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে বলে ঘোষণা দেন। ঘোষণা দেওয়ার পরপরই বুধবার হোমস শহরে বিক্ষোভকারীদের ওপর এ বর্বর হামলা চালানো হলো।
বিক্ষোভকারীদের একজন বলেন, ‘কিছু মৃত শরীর সূর্যেরে নিচে খালি রাস্তায় পড়ে ছিল। গুলি খাওয়ার ভয়ে কেউ ওই লাশগুলো সরিয়ে আনতে পরছিলোনা। ’
মানবাধিকার কর্মী রামি আবদেল রহমান বলেন, ‘সিরীয় বাহিনী উত্তর-পশ্চিমের শহর শারমেনে ব্যাপক আক্রমন চালাচ্ছে। তাদের হামলায় একজন নারীও মারা গেছে। ’
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১