ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পবিরোধী বিক্ষোভের পাশে গুলি, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ট্রাম্পবিরোধী বিক্ষোভের পাশে গুলি, আহত ৫

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভের পাশে গুলির ঘটনা ঘটেছে। বাকবিতণ্ডার এক পর্যায়ে এক বন্দুকধারী গুলি চালান। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা: যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভের পাশে গুলির ঘটনা ঘটেছে। বাকবিতণ্ডার এক পর্যায়ে এক বন্দুকধারী গুলি চালান।

এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১০ নভেম্বর) দেশটির স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াশিংটনের সিয়াটেল শহরের ডাউনটনে এ ঘটনা ঘটে। এদিকে, ট্রাম্পবিরোধী বিক্ষোভ-মিছিল থেকে দেশটির বিভিন্ন স্থান থেকে অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ।

সিয়াটেল পুলিশ বিভাগের সহকারী প্রধান রোবার্ট মারনার জানান, ওই গুলির ঘটনা ট্রাম্পবিরোধী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ব্যক্তিগত বিরোধের জেরে গুলির ঘটনাটি ঘটেছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।