ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পুনেতে পুলিশের গুলিতে তিন কৃষক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১
পুনেতে পুলিশের গুলিতে তিন কৃষক নিহত

পুনে: ভারতের পুনেতে পুলিশের গুলিতে তিন কৃষক মারা যাওয়ার ঘটনায় মহারাষ্ট্র সরকার বেশ বিতর্কের মুখে পড়েছে।
 
ভারতভিত্তিক টিভি চ্যানেল এনডিটিভি কৃষকদের গুলি করে হত্যার ঘটনা ভিডিও আকারে প্রকাশ করেছে।

সেখানে দেখা যায় একদল পুলিশ সদস্য মুম্বাই-পুনে মহাসড়কের ওপর থেকে কৃষকদের ওপর গুলি করছে। সেসময় কৃষকরা তাদের জমিতে সেচের পানির দাবিতে মহাসড়কে বিক্ষোভ করছিল।

ঘটনাটি ঘটে মঙ্গলবার পুনের মাওয়াল তালুকা এলাকায়। কয়েক হাজার কৃষক সেচের পানির দাবিতে মুম্বাই-পুনে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করছিল। অবরোধের ফলে মুম্বাই-পুনে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হয়। সেসময় অবস্থা স্থিতিশীল করতে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

ভিডিওটি চিত্রটিতে আরও দেখা যায়, পুলিশ সদস্যরা যখন লাঠি নিয়ে কৃষকদের তাড়া করে তখন কৃষকরা দৌড়ে পালিয়ে যাচ্ছিল।   কিন্তু তখনই একজন পুলিশ সদস্য রিভলভার দিয়ে কৃষকদের দিকে গুলি করতে শুরু করেন। ঠিক এর পরপরই অন্য পুলিশ সদস্যরা রাস্তা থেকে কৃষকদের উদ্দেশ্যে পাথর ছোড়া শুরু করে দেয়।
 
যদিও পুলিশ দাবি করছে যে, কৃষকরা একজন পুলিশ ইন্সপেক্টরকে পাথর দিয়ে আঘাত করলে পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়। এর আগে কাঁদুনে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলেও কোনও কাজ হয়নি।

এ ঘটনায় সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।