ঢাকা: সব হিসেব-নিকাশ উল্টে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে ছড়িয়ে পড়া বিক্ষোভ সহিংস হয়ে উঠছে।
শুক্রবার (১১ নভেম্বর) পোর্টল্যান্ড শহরের কেন্দ্রস্থলে কয়েক হাজার মার্কিনি সমবেত হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি রাজ্য থেকে ট্রাম্প বিরোধী বিক্ষোভ থেকে অন্তত ২৯ জনকে আটক করেছে পুলিশ।
বিক্ষোভকারীদের অধিকাংশই তরুণ। তাদের দাবি, ট্রাম্পের ক্ষমতা যুক্তরাষ্টে জাতিগত গভীর বিভাজন তৈরি করবে।
এরআগে ট্রাম্প এক টুইট বার্তায় মন্তব্য করেন, ‘এটা খুবই অন্যায়। মিডিয়ার উস্কানিতে সাধারণ মানুষ বিক্ষোভ করছেন। ’
গত ৮ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। কিন্তু নানাভাবে বিতর্কিত ট্রাম্পকে মেনে নিতে পারেনি হিলারির সমর্থন গোষ্ঠীর ও জনগণের একটি অংশ।
এরপর থেকে ক্যালিফোর্নিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসআর