ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

মসুলে বিমান হামলায় আইএস শীর্ষ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
মসুলে বিমান হামলায় আইএস শীর্ষ কমান্ডার নিহত

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম সিনিয়র কমান্ডার মাহমুদ শুখরি আল নাইমি বিমান হামলায় নিহত হয়েছেন।

ঢাকা: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম সিনিয়র কমান্ডার মাহমুদ শুখরি আল নাইমি বিমান হামলায় নিহত হয়েছেন।

গত মঙ্গলবার (০৮ নভেম্বর) ইরাকের মসুলে এক যুদ্ধে যৌথ বাহিনীর বিমান হামলায় তার মৃত্যু হয়।

শুক্রবার (১১ নভেম্বর) ইরাকি সেনা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে নাইমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

মাহমুদ শুখরি আল নাইমি ইরাকে আইএস সামরিক শাখার অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তিনি ‘শেখ ফারিস’ নামে পরিচিত ছিলেন।

এদিকে, আইএসের পক্ষ থেকে নাইমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও তাকে ‘যুদ্ধের শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

‍ইরাকি এক সূত্র জানিয়েছে, নিহত নাইমি ইরাকের প্রয়াত সাদ্দাম হোসেন সরকারের গোয়েন্দা সংস্থার অন্যতম শীর্ষ কর্মকর্তা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।