ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
দিল্লিতে গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৩

দিল্লিতে একটি গার্মেন্টস কারখানার বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৯ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা: দিল্লিতে একটি গার্মেন্টস কারখানার বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৯ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলায় এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম জানায়, শুক্রবার (১২ নভেম্বর) ভোরে কাজ শেষে শ্রমিকরা কারখানায় ঘুমিয়ে পড়েন। একটি বাড়ির মধ্যে কারখানাটি তৈরি করা হয়। যেখানে শ্রমিকরা ঘুমান জায়গাটি সরু হওয়ায় প্রাণহানির এ ঘটনা ঘটে।    

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।