ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

পুরাতন রুপিতে বিল দেওয়ার সময় বাড়লো ৭২ ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
পুরাতন রুপিতে বিল দেওয়ার সময় বাড়লো ৭২ ঘণ্টা

পুরাতন নোটে অর্থাৎ ৫০০ ও ১০০০ রুপির নোটে ইউটিলিটি বিল জমা দেওয়ার ৭২ ঘণ্টা সময় বাড়িয়েছে ভারত সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (১১ নভেম্বর) রাত ১২টার মধ্যে...

ঢাকা: পুরাতন নোটে অর্থাৎ ৫০০ ও ১০০০ রুপির নোটে ইউটিলিটি বিল জমা দেওয়ার ৭২ ঘণ্টা সময় বাড়িয়েছে ভারত সরকার।

পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (১১ নভেম্বর) রাত ১২টার মধ্যে পুরাতন নোটে বিল জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিলো।

স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।

এর আগে গত ৮ নভেম্বর (মঙ্গলবার) ভারত সরকার দেশটিতে ৫০০ ও ১০০০ রুপির নোটের লেনদেন নিষিদ্ধ ঘোষণা করে। ওইদিন মধ্যরাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

কালোটাকার লেনদেন বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে এর পরিবর্তে নতুন করে ৫০০ ও ২০০০ রুপির নোট বাজারে ছেড়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।