ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে উত্তাল সিউল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে উত্তাল সিউল

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই’র পদত্যাগের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভে ‍উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী সিউল।

ঢাকা: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই’র পদত্যাগের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভে ‍উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী সিউল।

অবস্থা এতোই বিক্ষুব্ধ যে আন্দোলনকারীদের প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে যাওয়া ঠেকাতে অন্তত ২৫ হাজার  ‍পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) দেশটির কেন্দ্রস্থলে সমবেত হন বিক্ষোভকারীরা। তাদের দাবি, সিরিজ এ বিক্ষোভ কর্মসূচিতে অন্তত ১০ লাখ মানুষের সমাবেশ ঘটাবেন তারা।

প্রেসিডেন্ট পার্ক জিউনের বিরুদ্ধে অভিযোগ, সরকারি কোনো দায়িত্বে না থাকলেও তিনি তার বন্ধু কোই সুন সিলকে সরকারি গুরুত্বপূর্ণ নথি দেখার সুযোগ দিয়েছেন।

এছাড়া তার বিরুদ্ধে বন্ধ‍ু সিলকে দিয়ে নিজের রাজনৈতিক ভাষণ লেখানোর অভিযোগ রয়েছে। এজন্য রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষমা চেয়েছেন পার্ক। তবে পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।