ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে গুলিতে সাংবাদিক নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
বিহারে গুলিতে সাংবাদিক নিহত 

ভারতের বিহারে ধর্মেন্দর সিং নামে এক স্থানীয় পত্রিকার প্রতিবেদককে ‍গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) ভারতের বিহারের...

ঢাকা: ভারতের বিহারে ধর্মেন্দর সিং নামে এক স্থানীয় পত্রিকার প্রতিবেদককে ‍গুলি করে হত্যা করা হয়েছে।  

শনিবার (১২ নভেম্বর) ভারতের বিহারের সাসারাম জেলার রহতাস এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ধর্মেন্দর সিং হিন্দি পত্রিকা দৈনিক ভাস্করের প্রতিবেদক ছিলেন।  

পুলিশ বলছে, রাস্তার পাশে একটি চায়ের দোকানে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

এর আগে গত মে মাসে রাজ্যের সিওয়ান হিন্দি দৈনিক হিন্দুস্থান-এর সিনিয়র করেপন্ডেন্ট রাজদেও রঞ্জনকেও গুলি করে হত্যা করা হয়।  

বিষয়টি সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টেগেশন-সিবিআই তদন্ত করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।