লন্ডন: যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে এক গোপন শান্তি আলোচনা বানচাল হয়ে গেছে। দ্বিপক্ষীয় ওই আলোচনার বিস্তারিত সম্প্রতি ফাঁস হয়ে যাওয়ায় তা আর চালিয়ে যাওয়া সম্ভব হলো না বলে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন।
তারা জানিয়েছেন, আলোচনাটি একেবারে প্রাথমিক অবস্থায় ছিল। কিন্তু আফগান সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবেই এর বিস্তারিত ও তালেবানের প্রধান আলোচকের পরিচয় ফাঁস করে দিয়েছে।
এই আলোচনাটি খুবই গোপনে চলছিল। এ বছরের প্রথম দিকে তালেবানের প্রধান মোল্লা ওমরের সাবেক ব্যক্তিগত সচিব তায়েব আগার সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও গোয়েন্দা সংস্থা সিআইএর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কয়েকটি বৈঠক হয়েছে। বৈঠকগুলো অনুষ্ঠিত হয় জার্মানি ও কাতারে।
বৈঠকগুলোতে সভাপতিত্ব করেন আফগানিস্তান ও পাকিস্তানে জার্মানির বিশেষ প্রতিনিধি মাইকেল স্টেইনার।
ওই আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এমন সূত্র টেলিগ্রাফকে জানিয়েছে, তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থা তৈরিতে এটি ছিল একটি প্রাথমিক পদক্ষেপ।
তবে তালেবান নেতারা এ আলোচনায় অংশ নেওয়ার ব্যাপারে খুবই বিচলিত ছিল। কারণ এর মাধ্যমে আমেরিকা তালেবান কমান্ডারদের মধ্যে বিভক্তি সৃষ্টির পায়তারা করছে বলে তাদের মধ্যে একটা সন্দেহ কাজ করছিল। এতে করে সমর্থকদের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারানোর ভয়ও তাদের মধ্যে ছিল।
তবে মাত্র তিনটি বৈঠকের মধ্যে মার্চ ও এপ্রিলে দু’টি জার্মানিতে ও একটি কাতারে অনুষ্ঠিত হওয়ার পরই কয়েকটি পত্রিকায় এর বিস্তারিত ফাঁস হয়ে যায়। এর মধ্যে ওয়াশিংটন পোস্ট ও জার্মান সাময়িকী ডার স্পিজেল তায়েব আগাকে তালেবানের প্রধান আলোচক বলে উল্লেখ করে।
কূটনীতিক সূত্র ও আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত একাধিক সূত্র জানিয়েছে, ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর তায়েব আগাকে আর কোথাও দেখা যায়নি এমনকি মার্কিন কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারেননি।
এই তায়েব আগা পাকিস্তানের কুয়েটা ও পেশোয়ারে থাকতেন বলে ধারণা করা হয়।
একটি সূত্র বলে, ‘ওই আলোচনাটি ছিল একটি বড় উদ্যোগ এবং বাস্তবানুগ। আমি আশা করি লোকজন এর প্রাথমিক গোপনীয়তার গুরুত্ব বুঝে এখান থেকে শিক্ষা নেবে। যা ঘটেছে তা নিয়ে মার্কিন জনগণ খুবই ভীত। ’
আফগান সরকারের সূত্রও এ আলোচনার খবর নিশ্চিত করেছে।
হামিদ কারজাইয়ের উচ্চপর্যায়ের শান্তি পরিষদের সদস্য ও তৎকালিন তালেবান সরকারের জাতিসংঘদূত আবদুল হাকিম মুজাহিদ টেলিগ্রাফকে বলেছেন, ওই আলোচনা ছিল আশা জাগানিয়া।
তিনি বলেন, ‘তায়েব এখনো মোল্লা ওমরের খুবই ঘনিষ্ঠ জন। এটা একটা ভাল আলামত। ’
তবে মার্কিন কর্মকর্তারা এই আলোচনার গোপনীয়তার গুরুত্ব বুঝা সত্ত্বেও মনে করলেন এর অগ্রগতি বিষয়ে কারজাই সরকারকে কিছু জানানো উচিত।
আর এই সিদ্ধান্তই তাদের কাল হলো। আফগান সরকারই পরে সব তথ্য ফাঁস করে দিয়েছে বলে এখন অভিযোগ করছেন আলোচকরা।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১