বেনগাজি: লিবিয়ার তেল শহর ব্রেগার দখল নিয়েছে বিদ্রোহীরা। বৃহস্পতিবার বিদ্রোহীরা ওই শহরের দখল নিয়েছে বলে বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
গাদ্দাফি বাহিনী আরও ভেতরের শহর জাঈয়ার দিকে চলে গেছে বলেও বিদ্রোহীরা জানায়। তেল শহর ব্রেগার দখলের ভেতর দিয়ে বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলির আরও কাছাকাছি চলে আসলো।
বিদ্রোহীরা ক্রমেই দেশটির উত্তর দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠছে। কিন্তু বৃহস্পতিবার তাদের নতুন শহর দখল পূর্বদিকে তাদের শক্তিশালী অভিযানের ইঙ্গিত বহন করছে।
বিদ্রোহীদের একজন মুখপাত্র মুসা মাহমুদ আল মোগরাবি বলেন, ‘আমরা ব্রেগার জেলাগুলো দখল করে ফেলেছি কিন্তু গাদ্দাফি বাহিনী এখনও ব্রেগার পশ্চিমাংশ দখল করে আছে। পশ্চিমাংশেই মূলত তেলের মূল মজুত। ’
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১১