লন্ডন: যুক্তরাজ্যের দাঙ্গায় ক্ষতিগ্রস্থ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
বৃহস্পতিবার হাউস অব কমন্সের এক জরুরি অধিবেশনে তিনি এমন আশ্বাস দিলেন।
অধিবেশনের এক পর্যায়ে ডেভিড ক্যামেরন বলেন, ‘দাঙ্গা মোকাবেলায় লন্ডনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়নি। তারা যে ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে চেয়েছিল তা উপযুক্ত পদক্ষেপ ছিল না। পরবর্তীতে যুক্তরাজ্যকে যেন এমন পরিস্থিতিতে আর পরতে না হয় সেজন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। ’
তবে একই সঙ্গে প্রধানমন্ত্রী ক্যামেরন দাঙ্গা পরিস্থিতির অবনতির পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দায়ী বলে জানান।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করেন এসময়। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয়া যায় কি না তাও খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।
দুই ঘণ্টা ৫০ মিনিটের দীর্ঘ বক্তৃতায় প্রধানমন্ত্রীকে ১৬৫ টি প্রশ্নের উত্তর দিতে হয়। এসময় তিনি বারবার করে পুলিশের ক্ষমতা বাড়ানোর ব্যপারে আলোকপাত করেন।
২০০২ সালের পর এবারই প্রথমবারের মতো যুক্তরাজ্যে জরুরি ভিত্তিতে অধিবেশন ডাকা হলো।
লন্ডনের টটেনহ্যামে এক কৃষ্ণাঙ্গ যুবককে পুলিশ গুলি করে হত্যার ঘটনায় গত শনিবার দাঙ্গা শুরু হয়ে যায়। প্রথমদিকে মার্ক ডুগানের হত্যার প্রতিবাদে মিছিল হলেও পরবর্তীতে এটা দাঙ্গা এবং লুটপাটে পরিনত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিভিন্ন শহরে ব্যাপক ধরপাকর চলছে। ম্যানচেস্টারে ১৪০ জন এবং লন্ডনে ৯২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১১