ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

অবৈধ অভিবাসীদের দ্রুত বিতাড়িত করা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
অবৈধ অভিবাসীদের দ্রুত বিতাড়িত করা হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী প্রায় ত্রিশ লাখ অভিবাসীকে দ্রুত বিতাড়িত করা হবে বলে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঢাকা: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী প্রায় ত্রিশ লাখ অভিবাসীকে দ্রুত বিতাড়িত করা হবে বলে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস’র সিক্সটি মিনিট’স নামে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ট্রাম্পের এই সাক্ষাৎকারটি স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) প্রচার করার কথা রয়েছে।  

সাক্ষাৎকারে নবনির্বাচিত এই প্রেসিডেন্ট বলেন, অপরাধী ও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে, অপরাধী চক্রের সদস্য, মাদক ব্যবসায়ী এমন প্রায় ২০ লাখ বা ৩০ লাখ মানুষকে আমরা দেশ থেকে বের করে দেবো অথবা জেলে ঢোকাব।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সীমান্ত ঘেষা মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কথা বলেন।

এর আগে নির্বাচনী প্রচারণা চলাকালীন ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র থেকে অনিবন্ধিত এক কোটি ১০ লাখ অভিবাসীকে বিতাড়িত করা হবে।

চলতি মাসের ৮ তারিখে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প।
 
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।