ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ভূমিকম্পে ২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
নিউজিল্যান্ডে ভূমিকম্পে ২ জনের প্রাণহানি

নিউজিল্যান্ডে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া দেশটির উপকূলীয় এলাকা কাইকৌরায় উদ্ধার কাজের জন্য সামরিক হেলিকপ্টার পাঠানো হয়েছে।

ঢাকা: নিউজিল্যান্ডে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া দেশটির উপকূলীয় এলাকা কাইকৌরায় উদ্ধার কাজের জন্য সামরিক হেলিকপ্টার পাঠানো হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী জন কি এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

প্রধানমন্ত্রী জানান, ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কাইকৌরায় সামরিক হেলিকপ্টার পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমরা আশা করছি হতাহতের সংখ্যা বাড়বে না।  

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
আরএইচএস

**নিউজিল্যান্ডে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস
**নিউজিল্যান্ডে সুনামির আঘাত, থাকবে কয়েক ঘণ্টা 
**ভূমিকম্পে নিউজিল্যান্ডে সুনামি সর্তকতা
**নিউজিল্যান্ডে ৭.৪ মাত্রার ভূমিকম্প

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।