ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ভূমিকম্পে ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
নিউজিল্যান্ডে ভূমিকম্পে ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত

গত দু’দিন ধরে দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। আর এসব ভূমিকম্পে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ...

ঢাকা: গত দু’দিন ধরে দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। আর এসব ভূমিকম্পে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।

শেষ খবর পর্যন্ত ভূমিকম্পের ঘটনায় ২ জনের প্রাণহানি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) রাত ১১টা ২ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২ মিনিট) ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতি হয়। এসময় জারি করা হয় সুনামি সর্তকতা। শক্তিশালী ওই ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটার শকও অনভূত হয়।

এর কয়েকঘণ্টা পর স্থানীয় সময় সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১টা ৩৪ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৪ মিনিট)  ৬. ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।   

এদিকে এসব ভূমিকম্পে রাজধানী ওয়েলিংটনে অন্তত ৬০টি ভবন ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে ১০টি ব্যাপক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন করে আঘাত হানা ভূমিকম্পে কোনো ধরনের সুনামি সর্তকতা জারি করা হয়নি।

তবে দ্বিতীয় দফায় শক্তিশালী ভূমিকম্পের পর নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের কাইকৌরার ক্লারেন্স নদীর পানি তীর স্পর্শ করেছে। পানির তীব্রতা বৃদ্ধি পেলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।  

ভূমিকম্পের ফলে পাহাড় ধসে উপকূলীয় এলাকায় সড়ক বন্ধ হয়ে গেছে। কোনো কোনো এলাকায় পাহাড় ধসের ফলে রেললাইন যোগাযোগ বন্ধ হয়েছে। মহাসড়কে সৃষ্টি হয়েছে বিমাল গর্ত।  

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।