ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার অর্থমন্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার অর্থমন্ত্রী আটক ছবি: সংগৃহীত

ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার অর্থমন্ত্রী আলেক্সেই উলিইউকায়েভকে আটক করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি এসকে।

ঢাকা: ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার অর্থমন্ত্রী আলেক্সেই উলিইউকায়েভকে আটক করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি এসকে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সংস্থাটি জানায়, হুমকি দিয়ে একটি তেল কোম্পানির কাছ থেকে তিনি দুই মিলিয়ন ডলার ঘুষ নিয়েছিলেন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, যদি অর্থমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তবে তার আট থেকে ১৫ বছরের সাজা হতে পারে।

আলেক্সেই উলিইউকায়েভ ২০১৩ সালে রাশিয়ার অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পান। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি চেয়ারম্যান ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।