ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

মুরসির মৃত্যুদণ্ড বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
মুরসির মৃত্যুদণ্ড বাতিল

মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট এবং ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে দেশটির সর্বোচ্চ আদালত। 

ঢাকা: মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট এবং ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে দেশটির সর্বোচ্চ আদালত।  

মঙ্গলবার (১৫ নভেম্বর) দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

২০১১ সালে আরব বসন্তের সময় কারাগার ভেঙ্গে কয়েদি বের করার অভিযোগে ২০১৫ সালের জুনে মুরসিকে মৃত্যুদণ্ড দেন মিশরের একটি আদালত।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।