ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
কাশ্মীর সীমান্তের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে পাকিস্তান

চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে চলমান উত্তেজনার রেশ না কমায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্ত থেকে সাধারণ মানুষ ও গ্রামবাসীদের জোর করে সরিয়ে নিতে শুরু করেছে পাকিস্তান।

ঢাকা: চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে চলমান উত্তেজনার রেশ না কমায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্ত থেকে সাধারণ মানুষ ও গ্রামবাসীদের জোর করে সরিয়ে নিতে শুরু করেছে পাকিস্তান।

এখন পর্যন্ত দেশটির নিয়ন্ত্রণে থাকা আজাদ ও জম্মু কাশ্মীর সীমান্ত এলাকার প্রায় ৮ হাজার গ্রামবাসীকে জোর করে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়।

এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়ে আজাদ ও জম্মু কাশ্মীরের মূখ্যমন্ত্রী রাজা ফারুক হায়দার বলেছেন, ভারতীয় শেল হামলা থেকে রক্ষায় এসব লোকদের ‘নিরাপদ আশ্রয়ে’ সরিয়ে নেওয়া হচ্ছে।

পাকিস্তানকে লক্ষ্য করে ছোড়া শেলের বিষয়ে ভারতের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ভারতীয় জম্মু কাশ্মীরে অবস্থানকারী মনীশ মেহতা বলেন, পাকিস্তানের পক্ষ থেকে অস্ত্রবিরতি লঙ্ঘন করা হলে ‍তারা তার সমুচিত জবাব দেন।

বাংলাদেশ সময়: ০৬৪১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।