ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লাহোরে নিজ বাসা থেকে মার্কিন নাগরিক অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১
লাহোরে নিজ বাসা থেকে মার্কিন নাগরিক অপহরণ

লাহোর: পাকিস্তানের লাহোরে নিজ বাসা থেকে জে ই ওয়ার্নার নামে একজন মার্কিন নাগরিককে অপহরণ করা হয়েছে। শনিবার ভোররাতে তাকে অপহরণ করা হয়েছে বলে জানায় লাহোর পুলিশ কর্তৃপক্ষ।



জে ই ওয়ার্নার পাকিস্তান আদিবাসী অধ্যুষিত এলাকায় একটি ডেভেলপিং প্রকল্পে কাজ করতেন।

পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস এখনও এই খবরের সত্যতা নিশ্চিত করেনি। ঘটনা তদন্তে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে একজন দূতাবাস মুখপাত্র জানিয়েছেন।

লাহোরের পুলিশ কর্মকর্তা তাজমল হুসাইন একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘ছয় থেকে আট জনের একটি দল ভোররাত সাড়ে তিনটার দিকে তার বাসার দরজা ভেঙে প্রবেশ করে। তখন বাড়িটির নিরাপত্তা রক্ষীরা সেহেরির জন্য প্রস্তুতি নিচ্ছিল। ’

তিনি আরও বলেন, ‘ওয়ার্নার বিগত ছয় বছর ধরে পাকিস্তানে বসবাস করছিলেন। বেশিরভাগ সময়েই তিনি ইসলামাবাদে থাকতেন। কিন্তু প্রায়ই তিনি লাহোরে যেতেন। ’

অপহরণ করে মুক্তিপণ চাওয়া পাকিস্তানে খুবই স্বাভাবিক ব্যাপার। এর আগে জুলাই মাসে পাকিস্তানের তালেবানরা বেলিুচিস্তান থেকে সুইডেনের একজন নাগরিককে অপহরণ করে। এই বেলুচিস্তান থেকেই যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি দাতব্য প্রতিষ্ঠানে কর্তব্যরত আট পাকিস্তানি নাগরিককে অপহরণ করেছিল তালেবানরা।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।