ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যামেরুনে বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
ক্যামেরুনে বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

আফ্রিকার দেশ ক্যামেরুনের পূর্বাঞ্চলীয় এলাকায় বিষাক্ত মদ পান করে ২১জন মারা গেছেন। এছাড়া এ ঘটনায় অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরো ছয়জন।

ঢাকা: আফ্রিকার দেশ ক্যামেরুনের পূর্বাঞ্চলীয় এলাকায় বিষাক্ত মদ পান করে ২১জন মারা গেছেন। এছাড়া এ ঘটনায় অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরো ছয়জন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর মিনদৌরৌয়ে একটি পার্টি চলাকালে স্থানীয়ভাবে তৈরি বিষাক্ত মদপান করেন নিহতরা।  

রবার্ট ম্যাথিউরিন বিদজাং নামে এক আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা জানান, এ ঘটনায় ঘটনাস্থলে মারা যান ১৪ জন। এছাড়া বাকি সাতজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ছয়জন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।