দামেস্ক: বিশ্বের অন্যান্য দেশগুলোকে সিরিয়াকে বয়কট করার আহবান জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী জোনাস গার স্টোরের সঙ্গে শুক্রবার এক সংবাদ সম্মেলনে হিলারি ক্লিনটন এ আহবান জানান।
সিরিয়া থেকে তেল এবং গ্যাস কেনা বন্ধ করে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর চাপ বাড়ানোরও আহবান জানান হিলারি।
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে সঙ্গে নিয়ে সিরিয়ার বিরুদ্ধে এবং সিরিয়ার নীরিহ মানুষের পক্ষে কিছু একটা করার চিন্তা করছে। ভারত এবং চীন সিরিয়ার সঙ্গে জ্বলানি সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। ’
আসাদ সরকারকে বয়কট করার সবচেয়ে ভালো উপায় হলো তাদের কাছ থেকে তেল এবং গ্যাস কেনা বন্ধ করে দেওয়া বলেও জানান হিলারি ক্লিনটন।
সিরিয়ার সরকারী বাহিনী শুক্রবার আরও ১৩ জন বেসামরিককে হত্যা করেছে। শুক্রবার জুমার নামাজের পর দশ হাজার বেসামরিক ‘আমরা শুধু সৃষ্টিকর্তার সামনে মাথা নত করবো, আর কারও কাছে নয়’ বলে সেøাগান দিচ্ছিল বলে বিদ্রোহীদের পক্ষ হতে জানানো হয়।
এসময় তিনি আরও বলেন, ‘যে সকল দেশ সিরিয়ার সরকারকে অস্ত্র পাঠাচ্ছেন এবং রাজনৈতিক সমর্থন জানাচ্ছে, তাদের প্রতি আহবান জানাচ্ছি এ সহায়তা বন্ধ করার। ’
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১