ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

৩০ হাজার কর্মী ছাঁটাই করবে ভক্সওয়াগন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
৩০ হাজার কর্মী ছাঁটাই করবে ভক্সওয়াগন

বিশ্বখ্যাত মোটরগাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ভক্সওয়াগন বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের মোট ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

ঢাকা: বিশ্বখ্যাত মোটরগাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ভক্সওয়াগন বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের মোট ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

আগামী ৩ বছরের মধ্যে এসব কর্মী ছাঁটাই করা হবে।

এটি প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধিতে সহায়ক হবে।

শুক্রবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর জানানো হয়।

জার্মানির বিখ্যাত এ প্রতিষ্ঠানটি জানিয়েছে, খরচ কমিয়ে আনার জন্য কর্মী ছাঁটাই করা প্রয়োজন। তবে এসব কর্মীর ২৩ হাজারই জার্মানির। এছাড়া এ ব্যাপারে ইতোমধ্যে প্রতিষ্ঠানটির ইউনিয়ন নেতাদের সম্মতি মিলেছে বলে জানা গেছে।

ভক্সওয়াগনের এ উদ্যোগের ফলে ২০২০ সালের মধ্যে ৩.৭ বিলিয়ন ইউরো মুনাফা থাকবে।

সারাবিশ্বের ৩১টি দেশে ‍বিখ্যাত এ মোটরযান উৎপাদনকারী প্রতিষ্ঠানের মোট ৬ লাখ ১০ হাজার কর্মী রয়েছেন। যার মধ্যে ১ লাখ ২০ হাজার কর্মী কাজ করেন জার্মানিতে।

এর পরিকল্পনা প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ম্যাথিয়াস মুয়েলার বলেছেন, এটা প্রতিষ্ঠানের ইতিহাসে সবচেয়ে বড় আধুনিকীকরণ উদ্যোগ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।