সাংহাই: চীনে প্রতি মিনিটে হৃদরোগে ছয় জন মানুষ মারা যায়। চীনের ন্যাশনাল সেন্টার ফর কার্ডিওভাসকুলার ডিজিসের প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবছর চীনে হৃদরোগে ৩০ লাখ মানুষ মারা যায় এবং ২৩ কোটি মানুষ হৃদরোগে ভুগছে বলেও জানানো হয় রিপোর্টে।
চীনাদের শারীরিক কসরতের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান এবং লবনের অতিরিক্ত ব্যবহার হৃদরোগের পরিমান আশঙ্কাজনকভাবে বাড়িয়েছে বলেও রিপোর্টে প্রকাশিত হয়।
রিপোর্টে মতে, প্রতিবছর চীনে আশঙ্কাজনকভাবে হৃদরোগির পরিমান বাড়ছে। ছোট এবং মাঝারি শহরগুলোতে হৃদরোগের ঝুঁকি সবচেয়ে বেশি।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১