কাবুল: আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হেলমন্দ কর্তৃপক্ষ।
প্রাদেশিক মুখপাত্র দাউদ আহমদি বলেন, ‘হেলমন্দ প্রদেশের লস্কর গায়ে এ ঘটনা ঘটেছে।
ধারনা করা হচ্ছে, এই ঘটনার জন্য তালেবানরাই দায়ী। এরআগেও রাস্তার পাশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মানুষ হত্যার রেকর্ড আচে তালেবানদের।
জাতিসংঘের মতে, ‘চলতি বছরে আফগানিস্তানে এ পর্যন্ত এক হাজার ৪৬২ জন মানুষ মারা গেছে। ’
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১