তেহরান: যুক্তরাজ্যের দাঙ্গা মোকাবেলায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত ইরান। যুক্তরাজ্যের অধিকার বঞ্চিত জনগণের ওপর যুক্তরাজ্য পুলিশের সহিংসতা বন্ধে ইরান এ সহায়তা দিতে প্রস্তুত বলে জানালেন ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি।
‘যদি জাতিসংঘের সাধারণ পরিষদ অনুমোদন দেয় তাহলে লন্ডনে, লিভারপুলে এবং বার্মিংহ্যামে আমাদের ‘আশুরা’ এবং ‘আল জাহরা’ ব্যাটালিয়ন থেকে শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলেও জানান তিনি। ’
তিনি আরও বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাদের দায়িত্ব পালনে অবহেলা করছে। জাতিসংঘের তথাকথিত নিরাপত্তা পরিষদ এই দায়িত্ব পালন করবে না। কারণ তারা শুধু মুক্তিকামী জনগণের ওপরই হামলা চালাতে পারে। তারা ক্ষমতার কাছে বন্দী হয়ে আছে। ’
এটা শুধুমাত্র শুরু। আফ্রিকায় নৃশংস হত্যাকা- এবং উপমহাদেশে রক্তপাত ঘটানোর দায় মেটাতে হবে যুক্তরাজ্যকে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।
উল্লেখ্য, বিশ্বের যেকোনো দেশেই সংঘর্ষ বা দাঙ্গার ঘটনা ঘটলে এতোদিন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সবার আগে সেসব দেশে শান্তি আনয়নে সৈন্য পাঠাতো। সেই যুক্তরাজ্যেই যখন দাঙ্গা বাধলো, ইরানও এক হাত দেখে নিতে ছাড়লোনা। তারাও তাই যুক্তরাজ্যে সৈন্য প্রেরণের প্রস্তাব করে বসলো। ’
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১