লন্ডন: বর্ষীয়ান উপস্থাপক রবার্ট রবিনসন পেডিংটনে সেন্ট মেরি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। পাঁচ দশকের কর্মজীবনে তিনি বিবিসির রেডিও এবং টেলিভিশনের ওয়েলথ অব রেডিও অ্যান্ড টেলিভিশন প্রোগ্রামে কাজ করেন।
এর মধ্যে ছিল আস্ক দ্য ফ্যামিলি, স্টপ দ্য উইক এবং কল মাই ব্লাফ। তিনি রেডিও ফোর-এর টুডে প্রোগাম ও উপস্থাপনা করতেন।
তার মেয়ে সুসি রবিনসন জানান, দীর্ঘ এবং সফল কর্মজীবন ছিল তার এবং আমরা তার শূন্যতা অনুভব করব।
রবার্ট ররিনসন লিভারপুলে জন্মগ্রহন করেন এবং অক্সফোর্ডে পড়াশোনা করেন। সেখানেই অভিনেত্রী জোসে রিচার্ডের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাকেই তিনি বিয়ে করেন এবং তাদের দাম্পত্য জীবন ৪০ বছরের বেশি সময় টিকে ছিল।
সাময়িকী এবং পত্রিকায় তিনি তার কর্মজীবন শুরু করেন। সাক্ষাৎকার নেওয়ার জন্য তিনি বিশেষভাবে দক্ষ ছিলেন। রবিনসন ১৯৭৪ সালে রেডিও টুডে প্রোগামের জন্য ওই বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১