ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বার্লিন দেয়ালের ৫০তম বার্ষিকী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১
বার্লিন দেয়ালের ৫০তম বার্ষিকী

বার্লিন: জার্মানি শনিবার বার্লিন দেয়াল তৈরির ৫০তম বার্ষিকী পালন করেছে।

কমিউনিস্ট শাসিত পূর্ব জার্মানি ১৯৬১ সালের ১৩ আগস্ট তার সীমান্ত বন্ধ করে দেয় এবং যা বার্লিনকে ২৮ বছরেরও বেশি সময় ধরে বিভক্ত করে রাখে।

 

রাজধানী বার্লিনে শনিবার দুপুরে ওই দিন যারা পশ্চিম সীমান্ত অতিক্রম করতে গিয়ে মারা গিয়েছিলেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় বার্লিনের সব যানবাহনও এক মিনিটের জন্য বন্ধ রাখা হয়।  

ওই দিন দেয়াল টপকাতে গিয়ে কমপক্ষে ১৩৬ জন মারা যায়। কিন্তু ক্ষতিগ্রস্তরা জানায় সে সংখ্যা সাত শতাধিক।

চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান উলফ মূল বক্তৃতা করেন। পূর্ব জার্মানি অতিক্রম করে পশ্চিম জার্র্মানি যেতে গিয়ে ওই দিন যারা নিহত হয়েছিলেন স্মরণ অনুষ্ঠানে তাদের নাম সাত ঘণ্টা ধরে পড়া হয়। স্মরণ অনুষ্ঠান মাঝ রাতে শুরু হয়।

প্রেসিডেন্ট উলফ দাই ভল্ট পত্রিকাকে  বলেন, ‘স্মরণ অনুষ্ঠানে একত্রিত হতে পেরে আমরা খুবই আনন্দিত। মুক্তির জন্য পূর্ব জার্মানির আকুলতার জন্য আমরা গর্ববোধ করি এবং পশ্চিম জার্মানিকে পূর্ব জার্মানির প্রতি সহানুভূতির জন্য ধন্যবাদ। ’

পূর্ব জার্মানিতে বেড়ে ওঠা মারকেল বারনাউর স্ত্রাসের একটি জাদুঘরে ওই স্মরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। ওই জাদুঘরটিও ওই সময় বিভক্ত হয়েছিল।

পূর্ব জার্মানির সেনারা ১৯৬১ সালের ১৩ আগস্ট দেয়াল নির্মাণ শুরু করেন এবং এর দৈর্ঘ্য ছিল ১৬০ কিলোমিটার। যাতে কেউ পালিয়ে যেতে না পারে সেজন্য ৩০০টিরও বেশি পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।