ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় ৬.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
আর্জেন্টিনায় ৬.৪ মাত্রার ভূমিকম্প

ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আর্জেন্টিনায় গত আট দিনের মধ্যে দ্বিতীয় বারের মতো এ ভূমিকম্প অনুভূত হলো।

ঢাকা: ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আর্জেন্টিনায় গত আট দিনের মধ্যে দ্বিতীয় বারের মতো এ ভূমিকম্প অনুভূত হলো।

রোববার রাতে ভূকম্পনটি আঘাত হানে। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি খবর বা সুনামির সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো আর্জেন্টিনার সান জুয়ান শহর থেকে ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে।  

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় চিলি সীমান্তের কাছাকাছি আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ট থেকে ১১৫ মাইল গভীরে।  

গত ১৩ নভেম্বর ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।