ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসের ব্যস্ত সড়কে ২ নারীর অর্ধকোটি ইউরো লুট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
প্যারিসের ব্যস্ত সড়কে ২ নারীর অর্ধকোটি ইউরো লুট ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যস্ত সড়কে বড় ধরনের লুটের শিকার হয়েছেন কাতারের দুই নারী। তাদের কাঁদুনে গ্যাস মেরে নগদ মুদ্রা, স্বর্ণালঙ্কার ও সরঞ্জাম লুটে নিয়েছে দুই মুখোশধারী দুর্বৃত্ত। লুট হওয়া মুদ্রা-স্বর্ণালঙ্কার সব মিলিয়ে ৫০ লাখ ইউরো মূল্যের বলে জানানো হচ্ছে।

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যস্ত সড়কে বড় ধরনের লুটের শিকার হয়েছেন কাতারের দুই নারী। তাদের কাঁদুনে গ্যাস মেরে নগদ মুদ্রা, স্বর্ণালঙ্কার ও সরঞ্জাম লুটে নিয়েছে দুই মুখোশধারী দুর্বৃত্ত।

লুট হওয়া মুদ্রা-স্বর্ণালঙ্কার সব মিলিয়ে ৫০ লাখ ইউরো মূল্যের বলে জানানো হচ্ছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) প্যারিসের উপকণ্ঠের ল্য বোরগেত বিমানবন্দর থেকে বেরোনোর পর এ লুটের শিকার হন তারা। এসময় তাদের সঙ্গে ছিলেন গাড়ির চালক।

ফরাসি সংবাদমাধ্যমগুলো বলছে, এই সড়কটিতে এর আগেও এ ধরনের লুটপাট হয়েছে। ওই দুই নারীর গাড়ি থেকে স্বর্ণালঙ্কার, তাদের কাপড়-চোপড় ও নগদ মুদ্রা ভরা লাগেজ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্যারিসের পুলিশ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।