ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘে মার্কিন দূত হলেন নিকি হেলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
জাতিসংঘে মার্কিন দূত হলেন নিকি হেলি

জাতিসংঘে মার্কিন দূত হিসেবে দক্ষিণ ক্যারোলিনার গর্ভনর নিকি হেলির নাম ঘোষণা করেছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঢাকা: জাতিসংঘে মার্কিন দূত হিসেবে দক্ষিণ ক্যারোলিনার গর্ভনর নিকি হেলির নাম ঘোষণা করেছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

 

৪৪ বছর বয়সী নিকি হেলি হলেন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভার সমপদমর্যাদার প্রথম কোনো নারী।  

রিপাবলিকান পার্টির ‘উঠতি’ এ নেত্রী ২০১১ সাল থেকে দক্ষিণ ক্যারোলিনার গর্ভনরের দায়িত্ব পালন করছেন। তার বাবা ভারতীয় বংশোদ্ভূত বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

২০১৫ সালের জুনে চার্লিস্টনে আফ্রিকান-আমেরিকান একটি গির্জায় সন্ত্রাসীর নির্চিবারে গুলির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে আলোচনায় আসেন নিকি হেলি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।