ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে বোমা হামলায় ৮০ পূণ্যার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
ইরাকে বোমা হামলায় ৮০ পূণ্যার্থী নিহত ছবি: সংগৃহীত

ইরাকের দক্ষিণ বাগদাদে একটি সিএনজি গ্যাস স্টেশনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮০জনের মৃত্যু হয়েছে। যাদের বেশির ভাগই পূণ্যার্থী।

ঢাকা: ইরাকের দক্ষিণ বাগদাদে একটি সিএনজি গ্যাস স্টেশনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮০জনের মৃত্যু হয়েছে।

যাদের বেশির ভাগই পূণ্যার্থী।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ ট্রাক বোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তবে এ ঘটনার বিস্তারিত জানা না গেলেও আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানায় দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত সোমালি গ্রামের ওই গ্যাস স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পূণ্যার্থীবাহী সাতটি বাস সেখানে দাঁড়ানো ছিলো।  

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ধারণা করছি-পূণ্যার্থীবাহী সাতটি বাসকে লক্ষ্য করে একটি ট্রাকে করে এ বোমা হামলা চালায় আইএস। ’

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।