ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে ১২৪০ চীনা নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
ফিলিপাইনে ১২৪০ চীনা নাগরিক আটক

ফিলিপাইনের ম্যানিলা থেকে এক হাজার দুইশ’ ৪০ জন চীনা নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকা: ফিলিপাইনের ম্যানিলা থেকে এক হাজার দুইশ’ ৪০ জন চীনা নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আটকদের বিরুদ্ধে অভিযোগ তারা অবৈধভাবে ফিলিপাইনে প্রবেশ করে কাজ করে আসছিলেন।

এছাড়াও তাদের বিরুদ্ধে অবৈধভাবে অনলাইনে জুয়া খেলার অপারেটর হিসাবে কাজ করার অভিযোগ রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২৫ নভেম্বর) দেশটির অভিবাসন কমিশনার জেমি মরিনটি’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জেমি জানান, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা ফোনতানা লেইজার পার্কে একটি অবৈধ অনলাইন জুয়া খেলায় কল সেন্টার এজেন্ট হিসাবে কাজ করছিলেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।