ঢাকা: ফিলিপাইনের ম্যানিলা থেকে এক হাজার দুইশ’ ৪০ জন চীনা নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আটকদের বিরুদ্ধে অভিযোগ তারা অবৈধভাবে ফিলিপাইনে প্রবেশ করে কাজ করে আসছিলেন।
স্থানীয় সময় শুক্রবার (২৫ নভেম্বর) দেশটির অভিবাসন কমিশনার জেমি মরিনটি’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
জেমি জানান, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা ফোনতানা লেইজার পার্কে একটি অবৈধ অনলাইন জুয়া খেলায় কল সেন্টার এজেন্ট হিসাবে কাজ করছিলেন।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আরএইচএস