ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্ধ হয়ে যাচ্ছে জুকারবার্গ ও বিল গেটসের স্কুল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
বন্ধ হয়ে যাচ্ছে জুকারবার্গ ও বিল গেটসের স্কুল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের তত্ত্বাবধায়নে আফ্রিকার দেশ উগান্ডায় পরিচালিত বেশ কিছু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে।

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের তত্ত্বাবধানে আফ্রিকার দেশ উগান্ডায় পরিচালিত বেশ কিছু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে।

ব্রিজ ইন্টারন্যাশনাল একাডেমিস (বিআইএ) এর আওতায় উগান্ডার লিম্বোতে পরিচালিত স্কুলগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে উগান্ডা কর্তৃপক্ষ।

উগান্ডার হাইকোর্টের ব্যাখ্যায় বলা হয়েছে, বিআইএ এর অধীনে মাইক্রোসফটের বিল গেটস ও ফেসবুকের জুকারবার্গ প্রতিষ্ঠিত স্কুলগুলো অস্বাস্থ্যকর ও অযোগ্য। যে কারণে ডিসেম্বরের মধ্যে সেসব স্কুল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, স্কুল বন্ধের নির্দেশের প্রতিবাদ জানিয়েছে স্কুলগুলোর শিক্ষার্থী এবং এর সঙ্গে সংশ্লিষ্টরা।

দেশটির শিক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক হুজাইফা মোতাজিন্ডওয়া বলেন, নার্সারি ও প্রাইমারি স্কুলগুলোর কোনো লাইসেন্স নেই। শিক্ষকরাও যোগ্য নন। স্কুলগুলোর কারিকুলামের সুস্পষ্ট কোনো রেকর্ডও নেই।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় জানেই না, স্কুলগুলোতে বাচ্চাদের কী শেখানো হচ্ছে? যা নিয়ে সরকার উদ্বিগ্ন।

ব্রিজ ইন্টারন্যাশনাল একাডেমিস (বিআইএ) এর আওতায় গোটা আফ্রিকায় চার শতাধিক নার্সারি ও প্রাইমারি স্কুল পরিচালিত হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।