ঢাকা: আফ্রিকান দেশ উগান্ডায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে উপজাতি মিলিশিয়াদের সংঘর্ষে অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তা ও চার পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সময় শনিবার উগান্ডার কঙ্গো সীমান্তে এ ঘটনা ঘটে বলে দেশটির রোয়েনজুরি অঞ্চলের পুলিশের মুখপাত্র ফেলিক্স কাওয়ায়েসির বরাত দিয়ে রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে উপজাতি রাজা ও তার প্রজা-সমর্থকদের মধ্যে দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছে। এই হামলা সেই বিবাদের অংশ বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
টিআই