ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যানিলায় মার্কিন দূতাবাসের পাশে সন্দেহজনক বস্তু শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
ম্যানিলায় মার্কিন দূতাবাসের পাশে সন্দেহজনক বস্তু শনাক্ত

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাশে সন্দেহজনক বিস্ফোরক বস্তু শনাক্ত করেছে দেশটির পুলিশ।

ঢাকা: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাশে সন্দেহজনক বিস্ফোরক বস্তু শনাক্ত করেছে দেশটির পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) সকালে প্যাকেজে মড়ানো সন্দেহজনক বস্তুটি শনাক্ত করা হয় বলে ম্যানিলা পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

স্থানীয় পুলিশ সুপার জোয়েল কোরোনেল জানান, যদিও ওই এলাকায় যানজট ছিলো। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

দূতাবাস এলাকার মতো গরুত্বপূর্ণ স্থানে এমন সন্দেহজনক বিস্ফোরক বস্তুটি কীভাবে আসলো, এ বিষয়ে সুষ্পষ্ট করে তাৎক্ষণিকভাবে কেউ মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।