ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওহ‍াইও স্টেট ইউনিভার্সিটিতে হামলা, ‍আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
ওহ‍াইও স্টেট ইউনিভার্সিটিতে হামলা, ‍আহত ৮

যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে হামলায় আহত ৮ জনকে হাসপাতালে ভার্তি করা হয়েছে।

ঢাকা: যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে হামলায় আহত ৮ জনকে হাসপাতালে ভার্তি করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) দিনগত রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আরও জানায়, সন্দেহভাজন একজন হামলাকারী মারা গেছেন।

এদিকে ওহাইও স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে। আমাদের প্রথম গুরুত্বের জায়গা হলো নিরাপত্তা। গুলিবিদ্ধ এবং ছুরিকাঘাতে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ মাধ্যমগুলো আরও জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় ইউনিভার্সিটির কেন্দ্রীয় ক্যাম্পাসের ওয়াটজ হল ভবনের কাছে এক ব্যক্তি গাড়ি থেকে নেমেই গুলি করে এবং তার হাতে থাকা ছুরি দিয়ে হামলা চালায়।

ক্যাম্পাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক মোনিকা মল বলেন, আমরা বিশ্বাস করি আর কোনো হুমকি নেই। শিগগিরি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

হামলার পরপরই পুলিশ ঘণ্টাব্যাপী তল্লাশি চালায়। সেখানে বোমা নিষ্ক্রিয়কারী দল উপস্থিত ছিলো।

বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।