ঢাকা: যুক্তরাষ্ট্রের পুলিশ প্রধান কিম জ্যাকব জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে হামলাকারী যুবক আবদুর রাজ্জাক আর্তানের (১৮) জন্ম সোমালিতে। তবে তার পরিবার বৈধ নাগরিক হিসেবে দেশটিতে বসবাস করছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আরও জানায়, ২০০৭ সালে সোমালি থেকে চলে আসে আর্তানের পরিবার। দুই বছর আগে যুক্তরাষ্ট্রে বৈধ নাগরিক হিসেবে স্থায়ীভাবে বসবাস শুরু করে তারা। এর আগে আর্তানের পরিবার পাকিস্তানে বসবাস করতো।
এক প্রশ্নের জবাবে জ্যাকব বলেন, ‘এটি সন্ত্রাসী হামলা বলেই আমরা ধারণা করছি এবং উদ্দেশ্যপ্রণোদিত, একইসঙ্গে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে ’।
ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, হামলার সময় ওই যুবক গাড়ি নিয়ে একাই প্রবেশ করে। প্রথমে শিক্ষার্থীদের ওপর গাড়ি চালিয়ে দেয়, এরপর গুলি চালায় এবং সবশেষ ছুরিকাঘাত করে। প্রায় এক ঘণ্টা পরে পুলিশের সোয়াত টিম, ডগ ইউনিট, মধ্যাস্থতাকারী ঘটনাস্থল নিরাপদ ঘোষণা করে।
গত কয়েক মাস আগে জঙ্গি সংগঠনগুলো গাড়ি এবং ছুরি হামলার জন্য সদস্য সংগ্রহ করছে এমন সতর্কবার্তা জানায়।
বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এটি