ঢাকা: গত ১৪ নভেম্বর ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দক্ষিণ গোলার্ধের দেশ নিউজিল্যান্ডে। রাস্তাঘাট, ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার মতো ঘটনার পাশাপাশি দেশটিতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও বেড়ে যায় আড়াই মিটার।
প্রাথমিক এসব খবর আসলেও দু’সপ্তাহ পর দেশটিতে ভূমিকম্পের ভয়াবহতার চিত্র এখনও উঠে অাসছে।
সবশেষ বলা হচ্ছে, শক্তিশালী ওই ভূমিকম্পে মাটি ধসে গিয়ে কাইকৌরার একাংশে ১৫ ফুট উচ্চতার ‘প্রাকৃতিক দেয়াল’ তৈরি হয়েছে।
নিউজিল্যান্ডের রাজধানী ক্রাইস্টচার্চ থেকে ৬০০ কিলোমিটার উত্তরে সেদিন শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানে। এতে দু’জন নিহতের খবর জানায় অান্তর্জাতিক সংবাদমাধ্যম।
সম্প্রতি ভূমিকম্প কেন্দ্রস্থল এলাকার আশপাশ ঘুরে ইউনির্ভাসিটি অব ক্যান্টারবারির গবেষকরা ‘প্রাকৃতিক দেয়াল’র এ চিত্র তুলে আনেন। ছবিতে বিশাল এলাকাজুড়ে ভূমি ধসের চিত্র দেখা যায়।
এদিকে ভূমিকম্পে ‘লিডার নদী’তে একটি বাঁধ তৈরি হওয়ার কথাও বলা হচ্ছে
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
জেডএস