ঢাকা: নিউইর্য়কে ব্যাংকে রক্ষিত চুরি যাওয়া বিপুল পরিমাণ টাকা বাংলাদেশকে দিতে বাধ্য নয় ফিলিপাইনের রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)।
চুরি যাওয়া অর্থ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের পাসওয়ার্ড সংরক্ষণ বিষয়ে ‘অবহেলা’কেই দায়ী করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৯ নভেম্বর) আরসিবিসি-এর আইনজীবীর বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আরসিবিসির এক্সটার্নাল কনসাল থিয়া ডায়েপ বলেছেন, বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় আরসিবিসি সরাসরি জড়িত নয়। এমনকি তারা আমাদের বিরুদ্ধে মামলাও করেনি। এটা একমাত্র তাদের অবহেলাতেই হয়েছিলো।
‘তাই রিজাল ব্যাংক এ টাকা ফেরত দিতে বাধ্য নয়। ’
এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পক্ষে জানানো হয়েছে, ফিলিপাইনের আদালতে রায়ের পর দুই দফায় বাংলাদেশ বেশ কিছু অর্থ ফেরত পেয়েছে। বাকিগুলোও পর্যায় ক্রমে ফেরত দেওয়া হবে।
বাকি টাকা ফেরত আনতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল শিগগির ফিলিপাইনেও যাচ্ছে।
গত ফেব্রুয়ারিতে নিউ ইর্য়কের ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের প্রায় ১ বিলিয়ন ডলার লুট হয়ে যায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ সরকার।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এমএ/