ঢাকা: তুরস্কে গত নভেম্বর মাসে সন্দেহভাজন ৩৬৫ আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে দেশটির সরকার। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালায় এক বিবৃতিতে জানিয়েছে, নভেম্বরে গ্রেফতারকৃত ১৩১ জঙ্গিকে বিচারের মুখোমুখি করতে আঙ্কারা, ইস্তাম্বুলসহ দেশের ১২টি প্রদেশের হাজতে রিমান্ডে নেওয়া হচ্ছে।
গত বছর অক্টোবরে অঙ্কারা রেলস্টেশনে বোমা হামলা ও নভেম্বরে আইএসের হামলায় দেশটিতে প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এসব হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেফতারকৃত আইএস জঙ্গিরা জড়িত ছিলো মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
টিআই