ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে বাস খাদে পড়ে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৮, ডিসেম্বর ২, ২০১৬
চীনে বাস খাদে পড়ে নিহত ১৮

চীনের হুবেই প্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লেকের খাদে পড়ে ১৮ জন নিহত হয়েছেন।

ঢাকা: চীনের হুবেই প্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লেকের খাদে পড়ে ১৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে হুবেই প্রদেশের ইঝু থেকে উহান যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, দুর্ঘটনা শিকার ওই বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন। গত কয়েক দিন থেকে ওই অঞ্চলে ঘন কুয়াশা পড়ে আসছিলো। ঘন কুয়াশার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে মনে করা হচ্ছে।

চীনে সড়ক দুর্ঘটনা অতি সাধারণ বিষয়। প্রতিবছর এ দুর্ঘটনায় হাজার-হাজার মানুষ মারা যায়। দেশটিতে ২০১৩ সালে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আড়াই লক্ষাধিক মানুষ নিহত হন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।