ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়া ১৩ যাত্রী নিয়ে প্লেন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
ইন্দোনেশিয়া ১৩ যাত্রী নিয়ে প্লেন নিখোঁজ

১৩ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ ফ্লাইটের একটি প্লেন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ঢাকা: ১৩ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ ফ্লাইটের একটি প্লেন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (০৩ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে উড়ন্ত প্লেনটি নিখোঁজ হয়ে যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, প্লেনটি বাংকা বেলিটুং প্রদেশের পাংকাল পিনাং থেকে রিয়াউ দ্বীপপুঞ্জের বাতামে যাচ্ছিলো।

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে দেড় ঘণ্টার পথে যাত্রাকালে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এম ২৮ স্কাইট্রাক প্লেনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হয়ে যায়।

দেশটির পুলিশের মুখপাত্র বয় রাফলি বলেন, জেলেরা কিছু কাপড়, স্যুটকেস ও প্লেনের আসনের মতো কিছু বস্তুর সন্ধান পেয়েছেন। আমরা আশঙ্কা করছি-প্লেনটি কোথাও বিধ্বস্ত হয়েছে।


এদিকে বিবৃতিতে পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় প্লেনটি উড্ডয়ন করে। এরপর প্রায় ১৫মিনিট পর সকাল সোয়া ১০টার দিকে পাইলটের সঙ্গে এয়ার কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

খবরে বলা হয়, প্লেনটিতে পাঁচজন ক্রু ও আটজন যাত্রী ছিলেন। এরমধ্যে কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্লেনটির সন্ধানে কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।