ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বন্যায় শতাধিক স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
 থাইল্যান্ডে বন্যায় শতাধিক স্কুল বন্ধ

থাইল্যান্ডের নাখন সি থামারাট প্রদেশে বন্যার কারণে শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায় জানায়।

ঢাকা: থাইল্যান্ডের নাখন সি থামারাট প্রদেশে বন্যার কারণে শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, প্রদেশটির ২৩টি জেলার ২ লাখ ৬১ হাজার মানুষ বন্যার বিপর্যয়ের মধ্যে পড়েছেন। বন্যায় প্রদেশটির পাঁচজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাখনের বন্যা প্রকট আকার ধারণ করেছে। পরিস্থিতি মোকাবেলায় বন্যার্থদের রিফিল দেওয়া হচ্ছে এবং বন্যা কবলিত মানুষ উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।