ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯৭

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বান্দ আচেহ প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বাড়ছেই। সবশেষ এতে ৯৭ জনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ঢাকা: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বান্দ আচেহ প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বাড়ছেই। সবশেষ এতে ৯৭ জনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় এক টিভিকে প্রাণহানির এ সংখ্যা নিশ্চিত করেছেন আচেহ প্রদেশের সেনাবাহিনী প্রধান।  

বাংলাদেশ সময় বুধবার (০৭ ডিসেম্বর) ভোর ৪টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬.৫। যার উৎপত্তিস্থল সিগলি থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৭.২ কিলোমিটার।

ভূমিকম্পে প্রাথমিক ২ জন প্রাণহানির খবর জানালেও ধ্বংসস্তূপে অনেকে চাপা পড়ায় তা বাড়তে পারে বলে আগেই আভাস দেয় কর্তৃপক্ষ। এরইমধ্যে উদ্ধার কার্যক্রম শুরু হলে প্রাণহানির সংখ্যা দ্রুতই বাড়তে থাকে। যা শেষ পর্যন্ত ৯৭ জনে দাঁড়িয়েছে।

ভূমিকম্প কেন্দ্রস্থলের পাশে বেশ কয়েকটি মসজিদ, ঘরবাড়ি ও বড় বড় স্থাপনা ধসে পড়েছে বলে জানা গেছে। কিছু কিছু ভবন পুরোপুরি গুড়িয়ে গেছে। পুরো প্রদেশ জুড়ে শুধু ধ্বংসযজ্ঞের চিত্রই উঠে আসছে।

২০০৪ সালে ৯.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ভৌগোলিক দিক থেকে প্রদেশটির অবস্থান বেশ নড়বড়ে হয়ে পড়ে। ওই সময় ভূমিকম্প পরবর্তী সুনামিতে দেশটিতে এক লাখ বিশ হাজার মানুষের প্রাণহানি হয়।

**ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৪
** ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ১৮ জনের প্রাণহানি

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।