ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রেক্সিট ইস্যুতে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন ব্রিটিশ এমপি’রা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
ব্রেক্সিট ইস্যুতে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন ব্রিটিশ এমপি’রা

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসা (ব্রেক্সিট) ইস্যুতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বররা (এমপি)। আগমী বছরের মার্চের শেষ সপ্তাহে এ ভোট অনুষ্ঠিত হবে।

ঢাকা: ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসা (ব্রেক্সিট) ইস্যুতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বররা (এমপি)। আগমী বছরের মার্চের শেষ সপ্তাহে এ ভোট অনুষ্ঠিত হবে।

এদিকে, মঙ্গলাবর দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে ইইউ ত্যাগের বিষয়ে তার সরকারের পরিকল্পনা প্রকাশের বিষয়ে সম্মতি দিয়েছেন। এর আগে থেরেসা মে প্রথানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর জনগণের ভোটের রায় ব্রেক্সিট কার্যকর করতে অঙ্গীকার করেন।

সরকার আশা করছে, এ ভোটের মাধ্যমে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার বিষয়টি চূড়ান্ত হবে।

গত জুন মাসে যুক্তরাজ্যের জনগণ ‘ব্রেক্সিট’ ইস্যুতে গণভোট দেন। ২৪ জুন ঘোষিত চূড়ান্ত ফল অনুযায়ী, এক কোটি ৭৪ লাখ ১০ হাজার ভোটার (৫১ দশমিক ৯ শতাংশ) ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেন। অপরদিকে, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার বিপক্ষে ভোট দেন ১ কোটি ৬১ লাখ ৪১ হাজার ভোটার (৪৮ দশমিক ১ শতাংশ)।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।