ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সলোমনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে সুনামির আশঙ্কা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
সলোমনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে সুনামির আশঙ্কা

সলোমন দ্বীপপুঞ্জ কেঁপে উঠেছে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে। স্থানীয় সময় শুক্রবার দিনের প্রথম প্রহরে এই ভূমিকম্পের ফলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

সলোমন দ্বীপপুঞ্জ কেঁপে উঠেছে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে। স্থানীয় সময় শুক্রবার দিনের প্রথম প্রহরে এই ভূমিকম্পের ফলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বলা যায় যে মাত্রায় ভূমিকম্পটি হয়েছে তাতে সমুদ্রে সুনামি সৃষ্টি হতে পারে।

এই ঘটনায় যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপেও সুনামি ছড়িয়ে পড়তে পারে কি না তা অনুসন্ধান করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে সেন্টারটি।

দ্বীপপুঞ্জের মধ্যে মাকিরা দ্বীপের ৩০ কিলোমিটারের মধ্যেই ভূমিকম্পটি ঘটেছে। আর তা সলোমনের কিরাকিরা নগরী থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।  


ক্যালিফোর্নিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

বাংলাদেশ সময় ০০২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।