ঢাকা: পৃথিবীর কক্ষপথ ভ্রমণকারী প্রথম আমেরিকান ও মার্কিন সিনেটর জন গ্লেনের (৯৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে ওহাইও বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়।
ওহাইও বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হ্যাং উইলসন জানান, অসুস্থতার কারণে তাকে এক সপ্তাহ আগে হাসপাতালে নেওয়া হয়েছিলো।
১৯৬২ সালে নভোচারী জন গ্লেন মহাশূন্য যান ‘ক্যাপসুল ডাববিড ফ্রেন্ডশিপ-৭’ যোগে পৃথিবীর কক্ষপত্র পরিভ্রমণ করেন। এরপরে তিনি প্রায় ২৫ বছর মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মার্কিন এই নভোচারী ও সিনেটরের মৃত্যুতে দেশটির বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা শোক প্রকাশ করেছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক টুইট বার্তায় শোক প্রকাশ করে বলেছেন, ‘আজ আমরা আকাশ ও মহাশূন্যের এক পথিকৃৎকে হারালাম। তিনি ছিলেন নায়ক। তার কাজ আগামী প্রজন্মকে উৎসাহিত করবে। ’
জন গ্লেনকে হিরো অভিহিত করে দুঃখ ও শোক প্রকাশ করেছ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
টিআই