ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ঘটনায় ৪৩ হাজার মানুষ গৃহহারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, ডিসেম্বর ১০, ২০১৬
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ঘটনায় ৪৩ হাজার মানুষ গৃহহারা

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় প্রায় ৪৩ হাজার মানুষ গৃহহারা হয়ে পড়েছেন। তাদের এখন মানবেতন জীবন-যাপন করতে হচ্ছে। অনেকের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে।

ঢাকা: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় প্রায় ৪৩ হাজার মানুষ গৃহহারা হয়ে পড়েছেন। তাদের এখন মানবেতন জীবন-যাপন করতে হচ্ছে।

অনেকের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে।

শনিবার (১০ ডিসেম্বর) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এমন খবর জানায়।

খবরে বলা হয়, ভূমিকম্পে প্রায় ১১ হাজার ভবন ধসে পড়েছে। অনেকের তাদের আত্মীয় স্বজন কিংবা মসজিদ ঠাঁই নিয়েছে। অসহায় গৃহহারা মানুষদের সরকারি ও বেসরকারি সংস্থা খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে।

এর আগে বাংলাদেশ সময় বুধবার (০৭ ডিসেম্বর) ভোর ৪টা ১২ মিনিটে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিলো সিগলি থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৭.২ কিলোমিটার। সর্বশেষ তথ্য মতে, এ ভূমিকম্পের ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি হয়।

২০০৪ সালে ৯.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ভৌগোলিক দিক থেকে প্রদেশটির অবস্থান বেশ নড়বড়ে হয়ে পড়ে। ওই সময় ভূমিকম্প পরবর্তী সুনামিতে দেশটিতে এক লাখ বিশ হাজার মানুষের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।