ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চল উরুজগান প্রদেশে বিমান হামলায় নিহত হয়েছেন পাঁচজন। এতে আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
খবরে বলা হয়, তালেবানসহ সরকার বিদ্রোহী সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে আফগান বিমান বাহিনী হামলাটি চালায়। আফগান নিরাপত্তা বাহিনী চলতি মাসের শুরুতে প্রদেশটিতে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, আফগান বিমান বাহিনী এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের প্রথম দিনে ১৮ জঙ্গি নিহত হন।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
টিআই